তারাগঞ্জে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন অর্জন করায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণের লক্ষ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনে আয়োজিত ৫টি ইউনিয়ন পরিষদে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন ক্রাস প্রোগ্রাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন ও আলো সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, ইকরচালি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসালাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে আলমপুর ইউনিয়ন পরিষদ লক্ষ্যমাত্র অর্জন করায় ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদুল ইসলাম ও উদ্যোক্তা আইয়ুব আলীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদকে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণের জন্য সার্বিক সহযোগীতা করায় আলমপুর ইউপি সদস্য বাদশা আলম, কুর্শা ইউপি সদস্য কাজী মনির উদ্দিন, ইকরচালি ইউপি সদস্য তাজ উদ্দিন, হাড়িয়ারকুঠি ইউপি সদস্য আবেদ আলী, মহিলা সদস্য দুলালী বেগম, মোর্শেদা বেগম ও সয়ার ইউপি সদস্য আবদুল কাদেরকেও পুরস্কৃত করা হয়।