গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৯টি দেশিও অস্ত্র ও হরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশিও অস্ত্র, হিরোইন, ইয়াবা, নেশা জাতীয় ইনজেকশন সহ শামীম শেখ নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার গ্রেফতার হওয়া শামীমকে আদালতে প্রেরণ করা হয়েছে অস্ত্রের ব্যাপারে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে।
গোবিন্দগঞ্জ থানা সুত্রে জানা গেছে গত সোমবার গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের উত্তর শোলাগাড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে শামিম শেখ গ্রেফতার করা হয়। এ সময় বাড়ি তল্লাসি করে ২২ টি বড় এবং সাতটি ছোট হাসুয়া, হিরোইন নেশাজাতীয় ইনজেকশন ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করে। এবিষয়ে গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, অধিকতর তদন্তের স্বার্থে আসামীকে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।