৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

বাসদের উদ্যোগে রংপুরে তিস্তা কনভেনশন অনুষ্ঠিত

1 week ago
66


খবর বিজ্ঞপ্তির:

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, তিস্তা সুরক্ষা ও সকল নদ-নদী,খাল দখল-দূষণ বন্ধের দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় পাবলিক লাইব্রেরি হলরুমে তিস্তা তিস্তা কনভেনশন অনুষ্ঠিত হয়।রংপুর জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেশনে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল,সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বেরোবি ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক আলী রায়হান সরকার, নদী গবেষক শেখ রোকন, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলন (মাপা)রংপুর জেলা নির্বাহী মনির,ডা.সৈয়দ মামুনুর রহমান প্রমূখ। বক্তারা বলেন,পানি হলো প্রকৃতির এমন অত্যাবশ্যকীয় উপাদান যাকে কেন্দ্র দুনিয়ায় বিভিন্ন স্থানে সভ্যতার পত্তন হয়েছে।অথচ কালের পরিক্রমায় উজানের দেশ কর্তৃক সেই পানির উপর একতরফা নিয়ন্ত্রণ ভাটির দেশকে বিপদে ফেলছে,জীববৈচিত্র্য, জলবায়ু,ইকোসিস্টেমকে ঝুকিপূর্ণ করে তুলছে। নদীমাতৃক বাংলাদেশে একসময় ১২০০ নদীর অস্তিত্ব ছিলো,নদীগুলো উজান থেকে ভাটির দিকে জালের মতো বিস্তৃত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নিয়মিত ড্রেজিং না থাকায় তলদেশ ভরাট হয়ে কিছু নদী তার অস্তিত্ব হারিয়েছে। আন্তর্জাতিক নদী হিসেবে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে ৫৪টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।ইতোমধ্যে ভারত ৪৯টিতে বাঁধ দিয়ে শুস্ক মৌসুমে পানি সরিয়ে নিচ্ছে।আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশের প্রাপ্যতা ও নদীতে পানি প্রবাহ স্বাভাবিক রেখে দু-দেশের দ্বিপক্ষীয় আলোচনা ছাড়া উজানের দেশ একতরফা পানি প্রত্যাহার কর‍তে পারে না।বক্তারা, আন্তর্জাতিক ফোরামে অভিযোগ তুলে এই সংকট সমাধানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্যোগ নেয়ার আহবান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth