১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

কাউনিয়া কেন্দ্র থেকে পরীক্ষার উত্তরপত্র রহস্যজনকভাবে হারিয়েছে: আলীফার শিক্ষা জীবন অনিশ্চিত!

2 weeks ago
79


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের কাউনিয়ায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র হারিয়েছে পরীক্ষা কেন্দ্র থেকে। উত্তারপত্র হারানোর বিষয়টি রহস্যজনক বলে দাবি করেছেন পরীক্ষার্থী

ইবনেসীতা খাতুন আলীফা ও তার পরিবার। ওই পরীক্ষার্থী লালমনিরহাট জেলার তিস্তা দ্বীমুখি উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তার মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর-২০২১২৩, রেজিষ্ট্রেশন নম্বর-২২১৭৭২৭৬৫৪। সে চলতি মাধমিক পরীক্ষায় রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষার প্রথম দিনে তার পরীক্ষার উত্তপত্র জমা দিয়ে সে বাড়িতে এসে জানতে পারে তার খাতা পরীক্ষা কেন্দ্র থেকে হারিয়ে গেছে। এর পর শিক্ষকদের সাথে যোগাযোগ করে পরীক্ষা কেন্দ্রে এসে

তার খাতা জমা নেয়া হয়েছে মর্মে সকল প্রমাণ দেখালে পরীক্ষা কেন্দ্রের কয়েকজন শিক্ষক এ নিয়ে কোন হৈচৈ করতে নিষেধ করেন। এর পর সাংবাদিকদের বিষয়টি জানালে তার ক্ষতি হবে বলে ভয়ভিতি দেখানো হয়। ওই পরীক্ষার্থী কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি পরীক্ষার্থীকে আস্বস্ত করেন সে যেন বাকি পরীক্ষাগুলোতে ঠিকমত অংশ নেয়। এমন শান্তনা দেয়া হয়েছে বলে পরীক্ষার্থী ইবনেসীতা খাতুন আলীফা এই প্রতিবেদককে জানায়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল হক বলেন, বিষিয়টি তিনি শুনেছেন, পরীক্ষা কেন্দ্র সচিব দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ

মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করছেন। নিশ্চয়ই এ বিষেয় পরীক্ষার্থীর যেন কোন ক্ষতি না হয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রের সচিব কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এই ঘটনার পর থেকে নিজের মোবাইল ফোন রাখায় তার কোন বক্তব্য জানা যায়নি। তিস্তা দ্বীমুখি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেফ উদ্দিন জানান, তার ছাত্রী ইবনেসীতা খাতুন আলীফা খুব মেধাবি। তার পরীক্ষার উত্তপত্র যদি পাওয়া না যায়, তা হলে তার জীবনের উজ্জল সম্ভবনা নষ্ট হয়ে যাবে। তিনি এ নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান যাতে তার ছাত্রীর কোন ক্ষতি না হয়। একই সাথে তিনি পরীক্ষার উত্তপত্র হারিয়ে যাওয়ার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth