১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

গঙ্গাচড়ায় ডিবি'র অভিযানে ২কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক

1 week ago
286


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ডিবি'র অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ খারুভাজ ব্রিজের উপর বালারঘাট টু  গঙ্গাচড়াগামী পাকা রাস্তায় গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

রংপুর জেলা ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর বারোটার দিকে মাদকবিরোধী অভিযান চলাকালীন  লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে

একটি পুরাতন ব্যবহৃত Hero Honda Splender ১০০সিসি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেল ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

এসময় রংপুর জেলা ডিবি'র এসআই সিব্বির আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ মোটরসাইকেলটি বিধি মোতাবেক তল্লাশি করে সিট কভারের নিচে সাদা প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাটের সুতলি দ্বারা বাঁধা অবস্থায় ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন। এসআই সিব্বির সঙ্গীয় ফোর্সসহ পলাতক অজ্ঞাতনামা অভিযুক্তদ্বয়কে গ্রেফতারে

 অভিযান অব্যাহত রেখে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth