তারাগঞ্জে বৈদ্যুতিক ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে নিজ বাড়িতে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা সয়ার ইউনিয়নের চেংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, দুলাল হোসেন চেংপাড়া গ্রামের কচি মাহমুদো ছেলে। কৃষক দুলাল হোসেন বুধবার দুপুরে ঘরের বৈদ্যুতিক ফ্যানের সংযোগ বিছিন্ন হওয়ায় সংযোগ দেয়ার চেষ্টা করছিলেন। এসময় অসাবধাননতাবশত ডান হাতে বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুত্বর আহত হন। এসময় পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় মারা যান। তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বিকালে তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ অফিসার গিয়ে গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে সত্যতা নিশ্চিত করে দাফনের জন্য অনুমোতি দিয়েছেন।