৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

রংপুর মহানগরীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ

1 day ago
22


মহানগর প্রতিবেদক:

রংপুর মহানগরীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ফিলিস্তিনে শিশু, নিরীহ মানুষ, সাংবাদিক , মানবাধিকার কর্মীর উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ফিলিস্তিনি শহিদের জন্য দোয়া এবং দাজ্জালি নেতা নেতানিয়াহু’র কুশ পুত্তলিকা দাহ ও ইসরাইলি সকল পণ্যে বর্জন কর্মসূচী পালন করেন সকল ব্যবসায়ী বৃন্দ।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা হতে বেলা ১টা পর্যন্ত রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচিতে রংপুর চেম্বার অব কমার্সে প্রতিনিধিবৃন্দ, জেলা ও মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ সুপার মার্কেট, জেলা পরিষদ মার্কেট, সালেক মার্কেট, জামাল মার্কেট, স্টেশন মার্কেট, রামমোহন মার্কেট, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স, দর্শনা মাকেট, লালবাগ বাজার, বাবুপাড়া মার্কেট, প্রেসক্লাব মার্কেট, প্রেসক্লাব হকার্স ইউনিয়ন, বই বিপনীবিতানসহ মহানগরীর সকল মার্কেটের নেতৃবৃন্দরাসহ সাধারন সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে নগরীর সকল মার্কেট হতে আলাদা-আলাদা ব্যানারে ফিলিস্তিন জিন্দাবাদ- ইসরাইল নিপাত যাক, ইসরাইল নেতা নেতানিয়াহুর গ্রেফতার ও ফাঁসি কার্যকর কর করতেহবে, নেতানিয়াহুর দুইগালে জুতা মারো তালে তালে, ইসরাইলি পণ্য বাংলাদেশে চলবেনাসহ বিভিন্ন স্লোগানে মূখরিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সুপার মার্কেটের সামনে জড়ো হতে থাকে। সেখানে আগে থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রংপুর চেম্বার অব কমার্সে প্রতিনিধিবৃন্দ, জেলা ও মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ সকল মার্কেটের নেতৃবৃন্দরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু, নিরীহ মানুষ, সাংবাদিক , মানবাধিকার কর্মীর উপর ইসরাইল যেভাবে আগ্রাসন চালাচ্ছে তা কোন সুখকর হতে পারে না আমরা এর নিন্দা জানাচ্ছি। আজ হতে আমরা ইসরাইলি কোন পণ্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে তুলবোনা এবং বিক্রি করবো না। আমরা দাবি করছি অল্প সময়ের মধ্যে ইসরাইলি নেতা নেতানিহাহুকে গ্রেফতার করে ফাসিঁ দিতে হবে।

পরে সেখানে ফিলিস্তিনে শিশু, নিরীহ মানুষ, সাংবাদিক , মানবাধিকার কর্মীর উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ফিলিস্তিনি শহিদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে সেখান হতে সকলের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল নগরীর সুপার মার্কেট হতে শুরু করে টাউন হলে সামনে দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে টাউন হল, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী হয়ে প্রেসক্লাব রংপুরের সামনে এসে ইসরাইলি নেতা নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাহ করা হয়।

পরে সেখানে আয়োজনের সভাপতি রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি আকবর আলী সভাপতির বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth