পাটগ্রামে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আটক

পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই সাবেক ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে ওই ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দহগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক ও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাড়িতে আছেন এ খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির পার্শ্ববর্তী গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁর ব্যাপারে মামলা রয়েছে। মামলার ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ-খবর নিয়ে গ্রেপ্তার দেখানো হবে। আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।