বিরল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে বিরল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি বিরল এর সহযোগিতায় বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মডারেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, একাডেমিক সুপার ভাইজার আকলিমা বেগম, বোর্ডহাট কলেজের সহকারী অধ্যাপক বিধান কুমার দত্ত, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, শাহজাহান আলী, মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মোঃ মনসুর আলী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।