পীরগঞ্জে জেন্ডার সহিংসতা প্রতিরোধে ওয়ার্কশপ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপী "সমতায় তারুণ্য" প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্ট তারে কার্যালয়ে এ আয়োজন করে। ওয়ার্কশপ পরিচালনা করেন ল্যাম্পপোস্ট- এর প্রশিক্ষণ সমন্বয়ক সারোয়ার কবির সবুজ, মুনতারিন মিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ল্যাম্পপোস্ট-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি মহিউদ্দিন জনি।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আওলাদ হোসেন লিটন, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ হোসেন সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন প্রমুখ। প্রথম ওয়ার্কশপে দিনব্যাপী ৩০ জন যুবক ও যুব নারী অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ল্যাম্পপোস্ট-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি মহিউদ্দিন জনি জানান, ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশের ৮টি বিভাগেই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দেশীয় যুব-নেতৃত্বাধীন সংস্থা জাগো ফাউন্ডেশন ট্রাস্ট।
তিনি আরো জানান, ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পে অংশগ্রহণকারী হিসেবে থাকবে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠন, জাতীয় যুব পরিষদ, ক্ষুদ্র জাতিসত্তা, বিশেষ চাহিদাসম্পন্ন ও সব বৈচিত্র্যের তরুণ, ছাত্র-শিক্ষক, গণমাধ্যম কর্মী (প্রিন্ট ও ইলেকট্রনিক), স্থানীয় তরুণ কনটেন্ট নির্মাতা, এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সমন্বিতভাবে বাংলাদেশের কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তর, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করবে। বাংলাদেশের ৮টি বিভাগে প্রকল্পের প্রত্যক্ষ জনগোষ্ঠী সর্বমোট ১৩ হাজার ৫১৫ জন। এদের মধ্যে স্থানীয় ২৫২টি যুব-নেতৃত্বাধীন সংগঠনের ১২ হাজার ৬৯০ জন যুব সদস্য, জাতীয় যুব পরিষদের সদস্যগণ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতা এবং গণমাধ্যমকর্মী। এ ছাড়া প্রকল্পটি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হয়ে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি আরও ২০ লাখ মানুষের কাছে জেন্ডার সমতা ও নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তন করার বার্তা পৌঁছে দেবে।