১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

গোবিন্দগঞ্জের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মাট গ্রাম ঘোষণা

1 month ago
52


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিরিঞ্চি গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনে জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা  ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এই গ্রামকে মাদকমুক্ত স্মাট গ্রামের ঘোষণা দেন। বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে ও মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও  বিশেষ অতিথি বক্তব্য রাখেন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান, কামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরকার, জেলা বিএনপির সদস্য ইমরান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু ইউসুফ মো. অলিউর রহমান, সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা মাদকের কুফল সহ নানাবিধ অপকারের কথা উল্লেখ করে  সবাইকে মাদক গ্রহণ ও মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানান। তারপরে যদি ব্যবসার পায়তারা করে। যদি এ গ্রামে পূনরায় কেউ মাদক ব্যবসার সাথে জড়িত হতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।কারণ  গ্রামবাসী ও যুব সমাজের এই কার্যক্রমকে বৃথা যেতে দেয়া হবে না।

অনুষ্ঠানের শুরুত্ইে মাদক বিরোধী কর্মকান্ডে সহায়তা করায় গ্রামবাসীর পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ও জিটিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি  ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের  সাবেক সভাপতি গোপাল মোহন্ত কে সন্মাননা স্বারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।  শেষে  প্রধান অতিথি বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth