১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণ শিক্ষার শিক্ষকদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন

1 month ago
93


কুড়িগ্রাম অফিসঃ

কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর  মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বকেয়া বেতন আদায় সহ ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকরা।

শনিবার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের মডেল মসজিদ মাঠ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট বিভিন্ন দাবী সম্বলিত স্মারক লিপি জমা দেয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষার শিক্ষক কল্যান পরিষদের সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার সরদার, শিক্ষক আশফাকুর রহমান, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, শিক্ষক, চিলমারী মাওলানা রুহুল আমিন, শিক্ষক, নাগেশ্বরী মাওলানা একরামুল হক, শিক্ষক ফুলবাড়ি মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক উলিপুর মাওলানা আব্দুস সালাম, শিক্ষক রাজারহাট মাওলানা ওবায়দুল হক, সুপারভাইজার মাওলানা মিনারুল ইসলাম। এসময় সকল উপজেলার শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা জানান, ৫ মাসের বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। পাঁচ দফার মধ্যে আরও রয়েছে চাকরী স্থায়ীকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি। এছাড়া গত ঈদুল ফিতরের বোনাসসহ ঈদুল আযহার বোনাস এবং বেতন ৫ হাজার থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিও তুলেছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth