৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

লায়ন্স ক্লাব অব রংপুর'কে জীবিতা  বাংলাদেশ এর চিকিৎসা সামগ্রী হস্তান্তর

3 weeks ago
30


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের অসহায় মানুষের সেবার লক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরকে জীবিতা বাংলাদেশ রংপুর এর উদ্যোগে  আলোচনা সভা এবং গর্ভবতী সনাক্তকরণ কীড পরিক্ষা ও মাল্টি ভিটামিন সহ আনুসাঙ্গিক চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

বুধবার রাতে নগরীর জিএলারায় রোডস্থ লায়ন্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাব পরিচালক ও নর্থবেঙ্গল কো অডিনেটর লায়ন এনামুল হক সোহেল (এমজেএফ),   জীবিতা বাংলাদেশ রংপুর এর কর্মকর্তা ডাঃ মোঃ হাসমত আলী,  হাসান সরকার (এডমিন),  লায়ন্স ক্লাব অব রংপুরের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন একেএম বানিউল আদম বাবু (এমজেএফ),  লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী মোঃ শরীফুল ইসলাম বাবু,  ক্লাব ট্রেজারার মোঃ আহসানুল হাবীব মিলন (এমজেএফ),  ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ), ক্লাব প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন নাসরিন হক ববি, ক্লাব পরিচালক  লায়ন উম্মে হাবীবা মাহফুজা আখতারী স্মৃতি, লায়ন মোঃ মেরাজুল মহসীন, লায়ন আনোয়ারুল হক,  লায়ন সাজু তালুকদার, লায়ন অনিন্দ্য আউয়াল, লায়ন রিয়াদ, লায়ন জাহেদা খাতুন, লায়ন এ্যামি প্রমুখ।   আলোচনা শেষে লায়ন্স ক্লাব অব রংপুরের নেতৃবৃন্দদের হাতে  জীবিতা বাংলাদেশ রংপুর এর প্রতিনিধিগণ  গর্ভবতী সনাক্তকরণ কীড পরিক্ষা ও মাল্টি ভিটামিন সহ আনুসাঙ্গিক চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth