৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

বিরল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

3 weeks ago
36


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ মে ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন এর সম্মতিক্রমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান ২০২৫-২৬ অর্থ বছরে বিরল ইউনিয়ন পরিষদের জন্য ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৪৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে উপস্থাপন করে বলেন, বিরল ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গঠনের জন্য ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই বিরল ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত হবে।

এ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৪৮০ টাকার মধ্যে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৪৮০ টাকা। রাজস্ব আয় থেকে উদ্ধৃত্ত থাকে ৩ লাখ ৪৭ হাজার টাকা।

উন্মুক্ত বাজেট ঘোষণায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম তপু, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জেড আই জহির, বিভিন্ন ওয়ার্ডের সদস্য/সদস্যাগণ’সহ অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth