বৃষ্টি হলেই তারাগঞ্জের বরাতী উচ্চ বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
একটু বৃষ্টিতেই বরাতী উচ্চ বিদ্যালয়ের মাঠে হাটুপানি জমে যাচ্ছে। পানি নিস্কাশনের সুব্যবস্থা না থাকায় পানি এবং কাদা মাড়িয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসরুমে যাতায়ত করতে হচ্ছে। বিদ্যালয়ের পানি নিস্কাশনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন অভিভাবকরা। উপজেলার ইকরচালি ইউনিয়নে বরাতী উচ্চ বিদ্যালয়টি। বর্তমানে এ বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০০ জন। গত কয়েক বছর ধরেই এ বিদ্যালয়ের মাঠে একটু বৃষ্টিতে হাটুপানি জমা হচ্ছে। ফলে হাঁটুপানি ডিঙিয়ে এবং কাদাপানি অতিক্রম করে শিক্ষার্থীদের ক্লাশরুমে প্রবেশ করতে হচ্ছে। এতে বৃষ্টির দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম হচ্ছে। দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলমান থাকলেও এটি নিরসনের কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না। অনেক শিক্ষার্থী পিছলে পড়ে যায় কাদা-পানিতে। কাদাপানি পাড়ি দিয়ে বিদ্যালয় যাতায়াত করতে হয় তাদের। জলাবদ্ধ মাঠের ঘাস ও আগাছার পচাঁ দুর্গন্ধে শিক্ষার্থীদের পাঠদান বিযঘ্নিত হচ্ছে। বিদ্যালয় মাঠে খেলতে না পারায় শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে। বরাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, বিদ্যালয়ের মাঠে একটু বৃষ্টিতে পানি জমে থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার বেঘাত হচ্ছে। রাস্তা থেকে মাঠটি নিচু হওয়ায় হাটবাজারের পানি গড়িয়ে বিদ্যালয়ের মাঠে এসে জলবদ্ধতার সৃষ্টি হয়। মাঠটি সংস্কার ও মাটি ভরাট করে উঁচু করার দাবী জানান।