৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর দাফন সম্পন্ন

4 weeks ago
200


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ মে) বাদ যোহর কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে  জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২  ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৪ মে) রাত আনুমানিক দশটার দিকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে কোলকোন্দ  ইউনিয়নে শোকের ছায়া বিরাজ করছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আল এমরান, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলামসহ জনপ্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কোলকোন্দ  ইউনিয়ন পরিষদ সদস্যগণ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth