৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

ইরি-বোরো ধান সংগ্রহ রাজারহাটে প্রথম ধাপে লটারীতে ২৩৮জন কৃষক নির্ধারণ

4 weeks ago
79


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের রাজারহাটে চলতি ইরি-বোরো ধান ৮৫২মে.টন সংগ্রহের জন্য প্রথম ধাপে লটারীর মাধ্যমে ২৩৮জন কৃষক নির্ধারণ করা হয়েছে। রোববার(২৫মে) দুপুর ১২টায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ্যাপস দিয়ে উপজেলার ৬০৪জন নির্ধারিত কৃষককের এনআইডি ব্যবহার করে লটারীর মাধ্যমে ২৩৮জন কৃষক নির্ধারণ করা হয়। প্রতিজন কৃষক  ৩ মে.টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। আগামী ১৫দিনের মধ্যে এ ধান সরবরাহ করতে ব্যর্থ হলে পূণরায় এ্যাপস লটারীর মাধ্যমে কৃষক নির্ধারণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। লটাররীর সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা. মাসুদা বেগম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি ও সাংবাদিকবৃন্দ। এছাড়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এর আগে মিলারদের কাছ থেকে ১৯’শ ৫৯ মে.টন চাল সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth