৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

নবাবগঞ্জে ধান খেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

3 weeks ago
48


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের সিসিডিবি অফিসের পূর্ব পার্শ্বে স্থানীয় তুফানের ভাটার ধারে ধান খেত থেকে শুভ সরেনের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ সরেন উপজেলার মালদহ আদিবাসী পাড়ার গণেশ সরেনের  ছেলে। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, স্থানীয়রা ধান খেতে শুভ সরেনের মৃত দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন, পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ উদ্ধার করে। শুভ সরেনের মৃত দেহে বিশেষ ক্ষতচিহ্ন ছিল, মৃত্যুর পরে তার ডান হাতের কিছু অংশ ক্ষত দেখা যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth