১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

কিশোরগঞ্জে রশিতে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার

3 weeks ago
78


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ মোহাম্মদ আলী (৩০) নামে এক নব মুসলিম যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭মে) সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম বাস স্টান্ডের ব্রীজের পাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা

হয়। মোহাম্মদ আলী মুসলাম হওয়ার আগে নাম ছিলো শ্রী সাগর চন্দ্র । তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বড় দিঘীর পাড় এলাকার শ্রী সুবাস চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে লোকজন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন এসময়ে

তার মরদেহ গাছের সঙ্গে রশিতে ঝুলতে দেখতে পায়। তা দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেন। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth