সদরের বিভিন্ন বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার,পাঁচ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা। গতকাল বুধবার সকাল থেকে সদরের পাঁচ ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের সাথে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর মহানগরীর সাবেক আমীর, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। উক্ত পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল গনি, বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর সদর উপজেলার (আমির) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, রংপুর সদর উপজেলার জামায়াত ইসলামীর (সেক্রেটারী) মাওলানা মোঃ আব্দুল কাদের সহ পাঁচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও সেক্রেটারী ।