বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহ এর শুভ উদ্বোধন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীণ প্রতিপাদ্য নিয়ে এবার ২৮মে- ৩জুন জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা এর আয়োজনে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা পুষ্টি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, সমাজসেবা অফিসার আনিছুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুবল রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ এল এম মামুনুর রশীদ, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেস, কনসালটেন্ট (গাইনী) ডা. আহমদ শরীফ রুশো, সহকারী সার্জন ডা. মোঃ সাফায়েত হাবিব, মেডিকেল অফিসার ডা. সিফাত-ই রহমতউল্লাহ, সহকারী সার্জন ডা. তৌফিকা ইসলাম তন্বী, নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমঙ্গল রায় প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে পুষ্টি সম্পর্কে আলোকচিত্রসহকারে বিবরণ উপস্থাপন করা হয় এবং শেষে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়।