৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

গঙ্গাচড়ায় অটো রিকশার ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

2 weeks ago
30


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় হরিলাল রবিদাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দিবাগত রাত আনুমানিক ১২ টার  দিকে গঙ্গাচড়া সদরের ভূটকা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হরিলাল রবিদাস ভূটকা গ্রামের মৃত লক্ষীচরণ রবিদাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের লোকেরা জানান, হরিলাল দীর্ঘদিন ধরে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে জুতা সেলাই'র কাজ করতেন। বুধবার রাতে কাজ শেষে পায়ে হেঁটে  বাড়ি ফিরছিলেন। পথে ভূটকা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে তাকে একটি ব্যাটারিচালিত অটো রিকশা ধাক্কা দেয়। এতে বৃদ্ধ পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পায়।

এ সময় আশপাশের লোকজন আহত

হরিলালকে চিকিৎসার জন্য গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ মে) ভোরে হরিলাল রবিদাস মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটো চালক ভূটকা গ্রামেরই বাসিন্দা। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আল এমরান বলেন, দূর্ঘটনার সংবাদ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth