ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ আলম লাবু, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রেজু সহ অন্যান্যরা।
প্রতিযোগিতায় জেলার ৪টি বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষাথর্ীরা অংশ নেয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০মে শিক্ষাথর্ীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন