৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

আন্ত জেলা অজ্ঞান পার্টির  ১১ সদস্যকে রংপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

2 weeks ago
65


নিজস্ব প্রতিবেদক:

আন্ত জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

আজ শুক্রবার দুপুর ১২ টায় রংপুর উত্তর বারঘরিয়া র‍্যাব ১৩ এর অফিস কার্যালয় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাগাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

ঈদ উল আয্হা উপলক্ষে বিভিন্ন আজ্ঞান পার্টির সদস্যরা সারা দেশে পশুহাটের গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ এবং চেনাতনাশক ঔষধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যাবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান টাকা লুঠপাটসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে সর্বশান্ত করে। এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে অদ্য ৩০ মে তারিখ সকাল আনুমানিক ৫ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ঘোটেল এম রহমান, মোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতা সহ ১১ জন সক্রিয় সদসাকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ডরমুক্যাল ট্যাবলেট১১ পাতা,চেতনানাশক এমিলিম ট্যাবলেট ৫ পাতা, চেতনানাশক মাইলাম ট্যাবলেট ১১পাতা, চেতনা নাশক  রিভোটিল ৪পাতা,ডিসোপ্যান ২পাতা।

গ্রেফতারকৃত আসামী হলেন,

ইমরান খান (৩৫), পিতা-মৃত দলিল উদ্দিন খান, সাং-পাড়া গ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর,, আব্দুল সাদেক সেখ (২৫), পিতা-আব্দুল জলিল শেখ সাং-পূর্ব বাগমুলী, থানা-পাংশা, জেলা রাজবাড়ী,আঃ লতিফ (৫৬), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-আযাইল শিমুল, যান্য ঘাটাইল, জেলা-টাঙ্গাইল, মোঃ খসরু আহমেদ (৪৬), পিতা-মৃত হাফেজ লোকমান হোসেন, সাং-বারপুর থানা এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ, মোঃ জয়নাল আবেদীন (৪৫), পিতা-মৃত নানু, সাং-উত্তর যাগোয়া থানা- গাইবান্ধা সদর জেলা-গাইবান্ধা, মোঃ মহিবুল (৩৫), পিতা-মৃত মোসলেম আলী, সাং-চরবিশ্বনায়, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ আঃ সালাম (৪০), পিতা-মৃত বাহাদুর শেষ, সাং-সমেতপুর, থানা-দৌলতপুর, জেলা মানিকগঞ্জ, মোঃ চাঁন শরীফ ব্যাপারী (৬২), পিতা-মৃত উজির আলী, সাং-পুররা, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ রিপন (৫৫), পিতা-নূরুল ইসলাম, সাং-কামারখোলা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ,  মোঃ আজাহার উদ্দিন (৬২), পিতা-মৃত কলিম উদ্দিন, সাং-মাসির পাড়া যানা-বকশীগঞ্জ, জেলা জামালপুর এবং, রেজাউল ইসলাম (৫৫), পিতা-মৃত আহমদ আলী, সাং-হরিপুর নদীরকুল ফুলতলা, ঘানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া। এদের প্রত্যেকের নামে আন্তঃ জেলা অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth