কুরবানীর হাট: রাণীশংকৈলের কালা বাবুর ওজন ২০ মণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আর কয়েকদিন পরেই মুসলিম ধর্মাবলম্বীদের বড় উৎসব ঈদ- উল- আযাহা। আর সেই ঈদ-উল- আযাহা এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। তাই এবারও এর ব্যতিক্রম ঘটেনি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে। আর এ উপজেলায় আসন্ন কুরবানীর জন্য প্রস্তুত কালা বাবু নামের ২০ মণ ওজনের একটি গরু।গরুটি শান্ত প্রকৃতির ও কালো রংয়ের হওয়ায় তার নাম "কালা বাবু" রাখেন নেকমরদ এলাকার হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন।
মালিক মনোয়ার হোসেন জানান, কালা বাবুর ওজন হবে প্রায় ২০ মণ। কালা বাবুকে একনজর দেখতে বাড়িতে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এলাকার মানুষ ধারণা করছেন, এটিই উপজেলার সবচেয়ে বড় গরু।
তিনি আরও জানান, বেশ কয়েক বছর আগে গ্রামের একজনের কাছ থেকে ফ্রিজিয়ান জাতের কাল রঙের এ ষাঁড় বাছুরটি কিনেছিলাম। তার পর থেকে আমি গরুটির লালন পালন করি। খুব শান্ত স্বভাবের। শখ করে নাম রাখি ‘কালা বাবু' । এর প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে কাচা ঘাস, ভূসি, চালের কুড়া, ভুট্টা, অ্যাংকর, খৈল ইত্যাদি। তার পেছনে প্রতিদিন খরচ হচ্ছে ৭শ টাকা। মোটর দিয়ে প্রতিদিন ২-৩ বার গোসল করাতে হয় তাকে।
মনোয়ার হোসেন আরো বলেন, খুব শখ করে সন্তানের মতো লালনপালন করছি। এবারের কোরবানির ঈদে বিক্রি করে দেব। কেমন দাম চান? জানতে চাইলে তিনি বলেন, দাম ৬ লাখ টাকা । যে বা যারা কালা বাবুকে নেবেন তারা নিজেরাই দেখে মেপে দাম করে নিয়ে যাবেন।
রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত বলেন, রাণীশংকৈল উপজেলায় এখন পর্যন্ত জানা মতে মনোয়ার হোসেনের ‘কালা বাবু’ গরুটিই সবচেয়ে বড়। কুরবানীর পশুর হাটে এটি আকর্ষণীয় হবে বলে আমরা মনে করছি।