রাজারহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস/২০২৫ পালিত হয়েছে। শনিবার(৩১মে) সকাল ১১টায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হলরুমে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশাদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক আনিছুর রহমান লিটন, সাবেক ছাত্র সমন্বয়ক মো.আল-মিজান মাহিন, ছাত্র সমন্বয়ক মো. তোফায়েল আহম্মেদ ও এনসিপির রাশেদুজ্জামান প্রমূখ। বক্তারা প্রকাশ্যে ধুমপান করলে শাস্তির ব্যবস্থা এবং রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তামাক চাষাবাদ করে উৎপাদন বন্ধের জন্য জোর দাবী জানান। এছাড়া তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে আলোকপাত করেন। শেষে বিশ্ব তামাকমুক্ত দিবসের একটি বর্ণাঢ্য র্যালী প্রদর্শন করা হয়।