৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

কুড়িগ্রামে দ্রুত বাড়ছে তিস্তার পানি

2 weeks ago
25


কুড়িগ্রাম প্রতিনিধি:

টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলাসহ সব কটি নদ-নদীর পানি বাড়ছে। বিশেষ করে তিস্তায় দ্রুত বাড়ছে পানি। রোববার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৯ঘন্টায় তিস্তার পানি বেড়েছে ৬০ সে. মি.। তবে পানি এখনও বিপৎসীমার নিচে অবস্থান করছে।

পানি উন্নয়ন বোর্ড আগামী ৫ দিন নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে। এদিকে পানি বাড়ার সাথে সাথে নদ নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে এসব এলাকার বাদাম ও রবিশস্য ক্ষেত তলিয়ে গেছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা চর গতিয়াশাম গ্রামের কৃষক নুরুল ইসলাম ও  আবুল কাইয়ুম জানান, বাদাম ক্ষেত থেকে তুলে স্তূপ করে রেখছিলেন, কিন্তু পাহাড়ি ঢল এসে ভাসিয়ে নিয়ে গেছে বেশিরভাগ। কিছু বাদাম নৌকাযোগে আনছেন।                    একই গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও নওয়াব আলী জানান, বাদাম ক্ষেত থেকে তোলার আগেই ডুবে গেছে। পর পর দুবার ক্ষেত ডুবে যাওয়ায় ফসল পাওয়ার তেমন আশা নেই আর। পানি বাড়ার  সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙন। তিস্তার তীরবর্তী ডাংরা ও দাড়িয়ার পাড় এলাকায় বাঁধ ও বসতি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, তিস্তার উজানে সিকিমে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তায় দ্রুত পানি বাড়ছে। তিস্তার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৭ মি. মটিার। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েকটি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে। ঝুঁকিতে পড়া এলাকা চিহ্নিত করে অস্থায়ী ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ প্রস্তত রাখা হয়েছে। জেলার আরো ৮-৯টি পয়েন্টে নদ-নদীর ভাঙন থাকলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী  অস্থায়ী প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth