৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

সাবেক মেয়রকে গ্রেফতারে পৌর বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম, মধ্যে রাতে ঝটিকা মিছিল

2 weeks ago
30


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩১ মে শনিবার রাত সারে ১১টায় সাবেক মেয়র  আওয়ামী নেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এর আগমনের খবর আশায় পৌর বিএনপির উদ্যোগে একটি ঝটিকা মিছিল বের হয়। ঝটিকা মিছিল টি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌমাথা মোরে এসে সমবেত হয়ে বিএনপি ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঝটিকা মিছিলটির নেতৃত্ব দেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন। মিছিল শেষে আওয়ামী নেতা বিপ্লবের বিরুদ্ধে নানা রকম স্লোগান ও তার বিভিন্ন অপকর্মের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোত্তালেব সরকার বকুল, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহমেদ, জেলা ছাত্র দল সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক  শামীম রেজা প্রমুখ।

এসময় বক্তারা বলেন মেয়র বিপ্লবের অতীতের সীমাহীন দুর্নীতি,চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শান্তি প্রদান করা হোক।

সাবেক মেয়র বিপ্লব এর পলাশবাড়ীতে আসার খবর পেয়ে বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা ঝটিকা মিছিল টি বের করে এবং  আগামী ২৪ ঘন্টার মধ্যে বিপ্লবকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth