১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

জুলাই আন্দোলন: বেরোবির ল্যাব এটেনডেন্ট বিপ্লবসহ ২ জন গ্রেফতার

3 weeks ago
48


নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলন পরবর্তি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হওয়া মামলায় মাহমুদুল হাসান বিপ্লব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও তাজহাট থানার অপর একটি মামলায় মজিবুর রহমান বাবুল(৬৩), নামে ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

গ্রেফতার মাহমুদুল হাসান বিপ্লব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন ল্যাব এটেনডেন্ট। তার বাড়ি রংপুর নগরীর দর্শনা মোড়ের আলহাজ্ব নগর। তার নামে রংপুর তাজহাট থানায় ১৪৩/১৪৭ /৩২৩/৩২৪/ ৩২৬/ ৩০৭/১১৪/৩৪ ধারায় পেনাল কোড, তৎসহ বিষ্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ এর ৩ক আইনে মামলা রয়েছে। মামলা নং ০৬, যা গত ৭ মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিষ্টার ড. মো: হারুন অর রশীদ দায়ের করেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনায় তাকে জুলাই আন্দোলনে তৎকালীন সময় ছাত্রদের বিপক্ষে মাঠে ছিলো। সেই প্রমান সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মজিবুর রহমান বাবুল(৬৩), নামে রংপুর মহানগরের ৩১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নগরীর দর্শনা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে জুলাই আন্দোলন পরবর্তি রংপুর তাজহাট থানা হওয়া মামলায় নাম রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth