১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

গোবিন্দগঞ্জে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে ২দিনেও বাড়ী ফেরেনি স্কুল শিক্ষার্থী তুলি রানী

3 weeks ago
74


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেট  পড়ার উদ্দেশ্যে বের হয়ে ২দিনেও বাড়ী ফেরেনি তুলি রানী সরকার নামের এক স্কুল শিক্ষার্থী।  গত শনিবার  সকালে সে বাড়ী থেকে বের হয়ে নির্খোঁজ হয়। এরপর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর জানতে পারে নাইম হোসেন (২০) নামের এক যুবক তাকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় তুলির মা বাসন্তি রানী বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছে। তুলি  উপজেলার রাখাল বুরুজ  ইউনিয়নের  পশ্চিম কাজী পাড়া গ্রামের জিতেন দাসের কন্যা এবং রাখালবুরুজ কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টোম শ্রেণির শিক্ষার্থী।

থানার দায়ের করা এজাহারে জানা গেছে কুমারী তুলি সরকার (১২)  প্রাইভেট পড়তে পার্শ্ববর্তী আমতলী বাজারে যায়। সেখানে নাইম হোসেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে  ফুসলাইয়া, বিবাহের প্রলোভন দিয়ে আমতলী বাজার থেকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায়।  বাদির অভিযোগ তার নাবালিকা মেয়ের কোন ক্ষতির পাশাপাশি চাপ দিয়ে ধর্মন্তিরিত করতে পারে।  ঘটনার পর থেকে তুলি এবং নাইম হোসেন নিরুদ্দেশ  রয়েছে। নাইম হোসেন পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাতালিয়া গ্রামের মোঃ আলম মিয়ার পুত্র। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth