রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা পেলেন কিশোরীরা

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
"প্লাস্টিক দূর্ষন আর নয়, বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২৫ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে মানববন্ধন আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে উপজেলা প্লাট ফর্ম ও ইউনিয়ন যুব সংগঠন, রাজারহাট। মানববন্ধন শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের হাতে ফলজ ও বনজ গাছ বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো.আল ইমরান।
মঙ্গলবার (৩ জুন) সকালে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন সংগঠকরা।
চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট,আর ডি আর এস বাংলাদেশ এর সহযোগিতায় এনআরকে -টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো, আল ইমরান, আরডিআরএস বাংলাদেশ টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া, ফিল্ড ফ্যাসিলেটর নজরুল ইসলাম, রেজাউল করিম ও নাসরিন পারভীনসহ বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা উপজেলার কিশোর কিশোরীগণ।
কিশোরী লতা রানী বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতর বিকল্প নেই।আসুন আমরা গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।
টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রত্যয় করেছি যে,সকল ধরনে প্লাস্টিক বর্জন ও পরিবেশের ক্ষতি করে এমন অসচেতনতামুলক কাজ কর্ম থেকে বিরত থাকবো।