৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

কাউনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

1 week ago
41


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় পুকুরে পানিতে ডুবে গিয়ে সুমাইয়া (৭) নামের এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (০৩ জুন) উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের ছাইফুল ইসলাম ও ছকিনা বেগম দম্পতির মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি জানান, ছাইফুল ইসলামের বসতঘরের পিছনে বিশাল বড় পুকুর রয়েছে। মঙ্গলবার দুপুরে তার সাত বছরের মেয়ে সুমাইয়া সহ আরেক শিশু বাড়ীর পাশে খেলা করছিল। খেলা করার একপর্যায়ে সুমাইয়া পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। তখন সুমাইয়ার বাবা ও মা বাড়ীতে কেউ ছিল না। সুমাইয়া পুকুরে ডুবে গেলে আরেক শিশু দৌড়ে বাড়ীতে গিয়ে তার মাকে গিয়ে বিয়ষটি জানায়। পরে স্বজনরা পুকুর থেকে শিশু সুমাইয়ার মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth