রাজারহাটে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামে রাজারহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম। মঙ্গলবার(৩জুন) সকাল ১১টায় তিনি রংপুর থেকে সরাসরি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শনে যান। এসময় তিনি ক্লাবের কিশোর-কিশোরীদের সাথে মতবিনিময় করে জেন্ডার বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি সংগীত, আবৃত্তি, জেন্ডার বিষয়ক আলোচনা, ক্যারাটে এবং ইনডোর গেম হিসেবে ডাবা, লুডু, কেরামবোর্ড খেলার বিষয় সম্পর্কে অবগত হন। এছাড়া তিনি সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। রাজারহাটে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী তার নিজস্ব প্রচেষ্টায় ক্লাবের বাচ্চাদের আন্তপ্রতিযোগীতায় তাদের পুরস্কৃত করেন। রাজারহাটে প্রতিটা ক্লাবের প্রশিক্ষকরা ভালো ভাবে প্রশিক্ষণ পরিচালনা করেন বলে তিনি সচিবকে জানান। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, অতিরিক্ত ডিডি সোহেলী পারভীন, নাগেশ্বরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিম আল মোস্তাকুর, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার। পরে তিনি রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ভডব্লিউবি, ও তথ্য আপা প্রকল্প, মা ও শিশু সহায়তা কর্মসূচী ও জাতীয় মহিলা সংস্থা অফিস পরিদর্শন করেন। এ সময় যুগ্ম সচিব মোছা. আরজু আরা বেগম রাজারহাট উপজেলার সাত ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও সদস্যরা চাকুরি ছাড়া নিজেরা আত্ম কর্মসংস্থানে নিয়োজিত হয়ে ভবিষ্যতে উন্নতি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।