২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

বিরলে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

3 weeks ago
82


আতিউর রহমান, বিরল, দিনাজপুর :

বিরলে কিশোরীগঞ্জ বিওপি’র বিজিবি ফোর্সের টহল দল ভারতীয় নিষিদ্ধ ৪৯ বোতল মদ উদ্ধার করেছে। তবে এসব নিষিদ্ধ মদের মালিক কে কাহারা তা জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)'র অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি'র ৩৫০/৫ পিলার থেকে ১ কি.মি. দূরে উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের সীমান্তবর্তী গোপালপুর তেতুলতলা এলাকা থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ভবিষ্যতেও এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর বিজিবি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth