২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

হিলিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্তকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

3 weeks ago
27


হিলি প্রতিনিধি:

দিনাজপুরে হিলিতে আম খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত আজিজুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ জুন) রাত ১১ টায় হিলির আলিহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আজিজুর রহমান ওই গ্রামের মফিজ মন্ডলের ছেলে। শনিবার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

তিনি বলেন, গতকাল শুক্রবার দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল এসময় প্রতিবেশী চাচা আজিজার রহমান তাকে আম খাওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটি চিৎকার করলে শিশুটিকে ভয় দেখিয়ে ছেড়ে দিলে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরবর্তীতে বিষয়টি গোটা গ্রামের লোকজনের মাঝে জানাজানি হলে গ্রামের লোকজন ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলা দায়ের পূর্বক আজ শনিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth