হিলি সীমান্তে ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যম্পোল উদ্ধার করেছে বিজিবি

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ফেনসিডিল, নেশাজাতীয় এম্পোল উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৫ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৭নং সাব পিলার সংলগ্ন স্টেশনের পার্শ্বের এলাকা থেকে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক বলেন, ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে চোরাকারবারী দল দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদ পায়। সেই খবরে আমিসহ বিজিবির একটি টহল দল সীমান্তের ওই এলাকায় অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে ভারত থেকে এক চোরাকারবারী একটি বস্তা নিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করে। এসময় বিজিবির কাছাকাছি চলে আসলে আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পুনরায় ভারতে পালিয়ে যায় ওই চোরাকারবারী।
পরিত্যাক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে তার ভেতর হতে ফেনসিডিল ৮৬ বোতল, নেশাজাতীয় এম্পোল ৬ হাজার ৩৫০পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলির সিজার মুল্য ১০লাখ ১ হাজার টাকা বলেও জানান তিনি।