কাউনিয়ায় ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় ইয়াবা ট্যাবলেট সহ শাহ আলম (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৬ জুন সোমবার তাকে মাদক আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে ১৫ জুন রবিবার উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু পাঠানপাড়া মাজাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার শাহ আলম উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ আটআনী এলাকার আঃ রহমানের ছেলে।
কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান জানান, রবিবার সন্ধায় ওসি স্যারের দিকনির্দেশনায় তিনি সহ সঙ্গি ফোর্স এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধায় সাড়ে ৭টার দিকে শিবু পাঠানপাড়া মাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহ আলমকে আটক করা হয়।
কাউনিয়া থানা পুলিশের সেকেন্ড অফিসারের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, মাদকদ্রব্য সহ আটক শাহ আ মের বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা হয়েছে। আজ সোমবার তাকে মামলায় গ্রেফতারে দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।