বসতভিটা সহ ফসলি জমি রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

মানজুরুল ইসলাম , লালমনিরহাট:
তিস্তা নদীর ভাঙন থেকে ফসল ও আবাদি জমিসহ বসতভিটা রক্ষার জন্য নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ শুরু করছেন গ্রামবাসী। প্রায় দেড় কিলোমিটার দৈঘ্যের বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ টাকা। স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে এই বাঁধ নির্মাণের কাজ করছে লালমনিরহাট জেলার কালীগঞ্জের এলাকাবাসী।
জানা যায়, ২০২২ সালে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিঃ নামে একটি প্রতিষ্ঠান তিস্তা নদীর মাঝখানে নদীর বুকে নদীর গতিপথ রোধ করে একটি রাস্তা নির্মাণ করে। এতে চলতি বছরসহ গত তিন বছরে তিস্তা নদীর ভাঙনে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন শৈলমারীর ৩ নং ওয়ার্ডের নদীতীরবর্তী শতাধিক পরিবাবের বসতভিটা, আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়। নদী ভাঙনে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ও এলাকার কয়েক'শ একর আবাদি জমি রক্ষার জন্য গ্রামবাসীর নিজ অর্থায়নে ওই বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত শাহিনুর রহমান জানান, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে আমাদের নদী পাড়ের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। জীবন -মরণ দশায় ফেলে গেছে। তাই আমরা গ্রামের সকল মানুষ একাত্মতা জানিয়ে নিজেদের অর্থায়নে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছি।
তিস্তা নদীর ভাঙ্গন রোধে ও বাঁধ নির্মাণে সরকারের সহায়তার আবেদন জানায় গ্রামবাসী।