বিরলে জমি-জমা নিয়ে মারপিটে আহত-৪ ॥ থানায় এজাহার দায়ের

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥
বিরলের পল্লীতে বসত বাড়ীতে টিনের বেড়া দিগয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির পর এবার জবরদখল করাকে কেন্দ্র করে বাঁধা দিতে গিয়ে একই পরিবারের ২ নারীসহ ৪ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় থানায়এজাহার দায়ের হয়েছে।
উপজেলার ধর্মপুর ইউনিয়নের কমলপুর গ্রামের মোঃ একরামুল হক এর ছেলে মোঃ আল মাহমুদ হাসান (২০) এজাহারে জানান, ধর্মপুর পাটোয়ারিপাড়া গ্রামের মৃত উজির মোহাম্মদ এর ছেলে মোঃ আনিছুর রহমান (৪৬), মোঃ ফরাজুল ইসলাম (৪০), মোঃ আনিছুর রহমান এর ছেলে মোঃ জাহিদ হাসান (১৮), স্ত্রী মোছাঃ জাকিয়া বেগম (৪১), মোঃ ফরাজুল ইসলাম এর স্ত্রী মোছাঃ নাজরিন বেগম (৩৫) আমার দাদা মোঃ জমিল উদ্দীন এর সম্পত্তি আমার বাবাসহ আমার বাবার তিন ভাই মোঃ আখিবুরজ্জামান, মোঃ আব্দুল আলিম, মোঃ আবুল খায়ের বসত বাড়ীসহ পুকুর ভোগ দখল করে আসছে। ভোগ দখলে থাকা কালিন উপরোক্ত সকল বিবাদীগনেরা আমার দাদার উক্ত সম্পত্তিতে থাকা বসত বাড়ীর জমি ও পুকুর ও পুকুরপাড়ের জমি তাদের বলে দাবি করে দীর্ঘদিন ধরে জোরপূর্বক জোবর দখল করার জন্য পায়তারা করে আসছে। এমনিভাবে চলাকালিন উপরোক্ত সকল বিবাদীগনেরা ইতিপূর্বে বেশকয়েকবার আমাদের জমি জোবর দখল করার চেষ্টা করে। তখন আমরা সকলেই বিবাদীগনদের বাঁধা নিষেধ করায় বিবাদীগনেরা আমাদের ইতি পূর্বে মারপিট করাসহ বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এমনিভাবে চলাকালিন উপরোক্ত বিবাদীগনেরা আমার দাদার উক্ত সম্পত্তি জোবর দখলের চেষ্টা সহ আমাদের পরিবারের লোকজনকে মারপিট করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এমতাবস্থায় গত ১.৫ মাস পূর্বে উপরোক্ত সকল বিবাদীগনেরা একই উদ্দেশ্যে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোঠা, লোহার রড, ধারালো হাসুয়া, কোদাল, কুড়াল, দা, ইত্যাদি দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার দাদার পুকুরপাড়ে আমার দাদার রোপনকৃত বিভিন্ন ফল গাছ ও সবজির গাছ এছাড়া ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে এবং ২টি ইউক্যালিপটাস গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় আমার পরিবারের লোকজন তাদের বাঁধা দিলে তারা আমার পরিবারে লোকজনকে মারপিট করার চেষ্টাসহ তাদের হাতে থাকা দেশিয় অস্ত্র উঁচু করে প্রাণ নাশের হুমকি প্রদান করে। তখন আমার পরিবারের লোকজন বিবাদীগনদের প্রাণ নাশের হুমকি ভয়ে বাড়ীতে চলে যাই। এমতাবস্থায় ১৯ জুন/২০২৫ বৃহষ্পতিবার সকালে তারা একই উদ্দেশ্যে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পূর্বের ন্যায় আবারো আমার দাদার জমি জবর দখল করার চেষ্টা করে। সেই সময় আমার মা আলেমা খাতুন উপরোক্ত বিবাদীগনদের আমার দাদার জমি জবর দখল করা দেখতে পেয়ে বিবাদীগনদের বাঁধা দিলে উপরোক্ত সকল বিবাদীগনেরা আমার মাকে এলোপাথারিভাবে কিল ঘুশি মারপিট করে বুকে, পিঠে, হাত, পা, মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও কালোশিরা জখম করে এবং আমার মায়ের চুলের মুঠি ধরে টেনে হেচড়ে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে পড়নের জামা কাপড় ছিড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। সেই সময় আমার মা ডাকচিৎকার করলে আমি ও আমার ছোট ভাই মোঃ আলফাজ (১৩) এবং আমার চাচি মোছাঃ শারমিন (২৮) আমার মাকে বিবাদীগনদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করলে বিবাদীগন আমাকে ও আমার ছোট ভাইকে এলোপাথারি ভাবে কিল ঘুশি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফুলা ও কালোশিরা জখম করে। বিবাদীগণ আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করলে বিবাদীর হাতের নখ দ্বারা আমার গলায় ছেলাফুলা জখম হয়। এছাড়া উক্ত বিবাদী আমাকে টানা হেচড়া করতে করতে আমাদের পুকুরে নামায় এবং আমাকে হত্যা করার জন্য পানিতে চুবায় রাখার সময় আমার নিশ্বাস বন্ধ হওয়ার পূর্ব মহুর্তে আমি আমার শরীরের সকল শক্তি প্রয়োগ করে কৌশলে বিবাদীকে ধাক্কা দিয়ে কোনমতে প্রাণে রক্ষা পাই। তখন আমার মা ও চাচি ডাকচিৎকার করলে বিবাদীদ্বয় আমার চাচির চুলের মুঠি টানা হেচড়া করে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও কালোশিরা জখম করে। সেই সময় আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগনেরা চলে যাওয়ার সময় আমাকে আমার মাতা ও ছোট ভাই আমার চাচি সহ আমাদের সকলের পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমার মাকে আহত অবস্থায় অটোযোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আমি ও আমার ভাই এবং চাচি আহত হওয়ায় স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা প্রাথমিক চিৎিসা গ্রহন করি।