২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

নীলফামারীতে বাড়ীর উঠান থেকে গাঁজার গাছ উদ্ধারে যৌথবাহিনী

2 weeks ago
76


নীলফামারী অফিস:

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের জেলে পাড়ায় রনজিত দাসের বাড়ীর উঠানের দুইটি ১৫ ফুট লম্বা গাঁজার গাছ কেটে ফেলেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে গাছ দু’টি কেটে ফেলা হয়। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বাড়ীর মালিক রনজিত দাস জানান,আমি ও আমার পরিবারের কেউ গাছটিকে চিনতে পারি নাই। আমরা আগাছার গাছ মনে করে রেখে দিয়েছি। ভবিষ্যতে গাছটি জ্বালানি হবে এটি মনে করে আমরা গাছটি নষ্ট করিনি। সেনাবাহিনী ও পুলিশ এসে গাছ ২টি কাঁটলে তখন জানতে পারি এটি গাঁজার গাছ।

সদর থানার এস আই দিলীপ রায় বলেন, তদন্ত করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে গাঁজার চাষ করা হলে বাড়ীর মালিককে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth