রংপুরের ৫ টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী নাম ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
প্রার্থীরা হলেন - রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি এলাকা) আসনে এটিএম গোলাম মোস্তফা বাবু, রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মাওলানা মো. আশরাফ আলী, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে মুহাম্মদ আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান এবং রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে অধ্যাপক গোলজার হোসেন। তবে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
প্রার্থীদের হাত তুলে ধরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পরিচয় করিয়ে দেন তিনি। তিনি উপস্থিত সকলের কাছে হাতপাখা প্রতীকে ভোট ও প্রত্যেকের সহযোগিতা কামনা করেন।