৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

রংপুরের পীরগঞ্জে চলন্ত মালবাহী ট্রাকে আগুন

3 weeks ago
84


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জে মালবাহী ট্রাকে রাস্তার সাইডে লেগে আগুন।  আজ রবিবার ২২ শে জুন সকাল ছয়টায়  মহাসড়কে পীরগঞ্জে ভগবানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।  এ তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, বগুড়া রংপুর মহাসড়কের ভগবাণপুর নামক স্থানে বালু বাহী একটি দশ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডলাইনে আঘাত করলে গাড়িতে আগুন লেগে যায়। ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চালক ও হেলপার গাড়ি হতে দ্রুত নেমে পড়ায় তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।  সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং দুর্ঘটনার স্থানে পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।  মহাসড়কে সকল যানবাহনকে দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতার সাথে ট্রাফিক আইন মেনে চলাচলের পরামর্শ দেন ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth