৩০ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

জনসভা বাস্তবায়নের লক্ষ্যে আলমবিদিতর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

3 weeks ago
83


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

আগামী ০৪ জুলাই রংপুরে আমীরে জামায়াতের জনসভা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন  জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমবিদিতর ইউনিয়ন শাখার আয়োজনে সোমবার (২৩ জুন) বিকেলে আলমবিদিতর ইউনিয়ন সভাপতি মাওলানা সামিউল ইসলামের  সভাপতিত্বে মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসনের  সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।

বিশেষ অতিথি  ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম।  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ মেহেদী উল হাসান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজী বলেন,

আগামী ৪ জুলাই জনসভা বাস্তবায়নে সকল জনশক্তিকে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। রংপুর অঞ্চল যে জামায়াতের ঘাটি এই জনসভায় ব্যপক লোকসমাগমের মাধ্যামে তার প্রমাণ দিতে হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth