৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

ধনুষ্টংকার সনাক্ত হওয়ায় আইসিইউ বন্ধ ঘোষণা:হাসপাতাল জুড়ে আতঙ্ক

3 weeks ago
109


রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:

টিটিনাস সনাক্ত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউ ওয়ার্ড তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে সংক্রমন এড়াতে সরিয়ে নেয়া হয়েছে অন্যান্য রোগীদের। নিয়ে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ওই টিটেনাস আক্রান্ত রোগীর মাধ্যমে আই.সি.ইউতে থাকা অন্যান্য রোগীরা টিটেনাস সংক্রমিত হয়েছে কি না এটি সনাক্ত করা হয়নি। এই অবস্থায় এসব রোগীদের অন্যান্য ওয়ার্ডে সরিয়ে নেয়ায় সে সব ওয়াডের রোগীরা সংক্রমনের ঝুঁকিতে আছেন বলে হাসপাতালের নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক জানিয়েছেন। সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দুপুরে এই

টিটিনাস সনাক্ত হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আই.সি.ইউ এর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহেল বারী জানিয়েছেন, সোমবার দুপুরে আই.সি.ইউতে থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার মহুবর রহমান(৫৫) নামে একজন রোগীর ডায়ালাইসিস এবং সার্জারির পরীক্ষা নিরীক্ষায় আমরা নিশ্চিত হই ওই রোগীর শরীরে টিটিনাস রোগ সংক্রমন হয়েছে। যেহেতু টিটিনাস খুব দ্রুত সংক্রমণ রোগ সে কারণে আমরা থেকে দিন আইসিইউ ওয়ার্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি রোগীদের নিরাপত্তার জন্য করা হয়েছে। এরই মধ্যে টিটিনাস আক্রান্ত রোগীকে আই.সি.ইউ থেকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। মোট জন রোগীর মধ্যে জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। জন রোগীর ভেন্টিলেটরে আছেন তাদেরকে বিকল্প ব্যবস্থপনায় নেয়া হবে রাতের মধ্যেই। এরপর কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার পর আবারো আই.সি.ইউ চালু হবে। টিটেনাস সংক্রমিত রোগীর ছেলে আব্দুল মোনায়েম জানান, আমার বাবা আইসিউতে চিকিৎসাধীন। তিনি জটিল রোগে আক্রান্ত। একটু ভালোর দিকে ছিল। রাতে আই.সি.ইউএর চিকিৎসক আমাদের জানান, তার শরীরে টিটিনাস সনাক্ত হয়েছে। সে কারণে আপনাদেরকে অন্য ওয়ার্ডে যেতে হবে। তারপর আমি আমার বাবাকে সেখানে নিয়ে যাই। সোহাগ আলী নামের এক স্বজন জানান, আমার স্ত্রী আইসিইউতে ছিল। চিকিৎসক তাকে তিন তলার ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। আমি সেখানে নিয়ে যাচ্ছি। শুনেছি আইসিইউতে টিটিনাস ধরা পড়েছে। ব্যাপারে হাসাপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, টিটিনাস সনাক্ত হওয়ায় আইসিইউ বিভাগ পরিস্কার পরিচ্ছন্নতা করতে হবে। সে কারণে কিছু রোগীকে দুপুরের পর থেকে সরিয়ে নেয়া হয়েছে। বাকীদের সরানোর প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার থেকে আই,সি,ইউ পরিস্কার করা শুরু হবে। এর পর অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth