রাজারহাটে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষনের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রশিদ মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট থানার এসআই বিকাশ চন্দ্র রায়, প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস, সেক্রেটারী প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আনিছুর রহমান লিটন, আশিকুর রহমান লিমন ও উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণে টাস্কফোর্স কমিটির সদস্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।