রাজারহাটে ফলদবৃক্ষ চারা বিতরণ

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘প্লাস্টিক দাও একটি করে ফলদবৃক্ষ চারা গাছ নাও” এই কর্মসূচী দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলদবৃক্ষ চারা বিতরণ করলেন আল মিজান মাহিন। বুধবার(২৫জুন) সকাল ১০টায় রাজারহাট রেল স্টেশন চত্বরে প্লাটিক বোতল বা প্লাস্টিক প্যাকেট জমা নিয়ে চারা বিতরনের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এসময় উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২শতাধিক ফলদবৃক্ষ চারা গাছ বিতরণ করেন। আলমিজান মাহিন জুলাই যোদ্ধা ও ৫আগষ্টে আন্দালনে রাজারহাট উপজেলায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি রাজারহাট উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।