বিরলে পৌর ছাত্রদলের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থী অবিভাবকদের নিরাপদ বসার স্থানসহ বিশুদ্ধ পানি বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ হতে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ২০১৮ খ্রিস্টাব্দে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নির্দেশনায় চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও ভ্রাম্যমাণ নিরাপদ বসার স্থানের ব্যবস্থা করেছেন বিরল পৌর ছাত্রদল।
বিরলে পরিক্ষার্থীদের অবিভাবকদের কথা চিন্তা করে এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করায় পরীক্ষার্থীদের অবিভাবকসহ বিভিন্ন মহলে প্রশংসনীয় হচ্ছে পৌর ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল থেকে বিরল মহিলা কলেজ (পরীক্ষা কেন্দ্রে) এর নির্দিষ্ট দূরত্বে এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষমান অবিভাবকদের নিরাপদ পরিবেশে ঢেউটিনের ছাউনি ও সামিয়ানা টাঙ্গিয়ে বসার ব্যবস্থা করেছেন বিরল পৌর ছাত্রদল। এছাড়াও সকাল থেকে সকল অপেক্ষমান অবিভাবকের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সিহাব ইমতিয়াজ।
কর্মসূচির কার্যক্রমে পৌর ছাত্রদলের আহবায়ক মাহিদুল ইসলাম (মাহিদ), সদস্য সচিব সিহাব ইমতিয়াজের নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনির ইসলাম, সিনিয়র সদস্য মোস্তফা তাজওয়ার নয়ন, বিরল সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা রিফাত হোসেন রিপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিরল পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন (বিপ্লব) প্রমূখ। এছাড়াও জেলা বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নির্দেশনায় বিরল সরকারি কলেজ ও ধুকুরঝাড়ী কলেজ পরীক্ষা কেন্দ্রে একইভাবে অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও ভ্রাম্যমাণ নিরাপদ বসার স্থানের ব্যবস্থা রাখা হয়।