২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

সমাজে এখোনো অনেক মানুষ রয়েছেন, যারা অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারছেন না-তুহিন

1 week ago
51


নীলফামারী প্রতিনিধি;

নীলফামারীর ডিমলায় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে (২৮জুন) ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মাঠে চক্ষু শিবিরের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা ও শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কন্যা ডা. আরিফা ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, সমাজে এখোনো অনেক মানুষ রয়েছেন, যারা চোখের সমস্যায় ভুগলেও অর্থাভাবে সঠিক চিকিৎসা নিতে পারছেন না। অনেকেই অন্ধত্বের পথে চলে যান শুধুমাত্র চিকিৎসা সুযোগের অভাবে। এই অব¯’ার পরিবর্তনে আমাদের এই ছোট উদ্যোগ। যাতে কেউ বিনা চিকিৎসায় অন্ধত্ব বরণ না করেন।

ডিসট্রেসড এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল(ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) সহযোগীতায় দিনব্যাপী চক্ষু শিবিরে সহ¯্রাধিক মানুষকে চিকিৎসা প্রদান করে মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে সাবেক সাংসদকে সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth