রৌমারী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২ হাজার ১০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রৌমারী থানা পুলিশ এক অভিযানে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিক হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার সকাল ৮ টার দিকে চর নতুন বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, রৌমারী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ রফিক হোসেন কে রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রামাস্হ
তার নিজ বসতবাড়ি থেকে ২২ হাজার ১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবা সহ একাধিক মমালার আসামি মাদক কারবারি রফিককে হাতেনাতে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। উক্ত ঘটনায় কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।