পীরগঞ্জ পৌরসভার ৪৭ কোটি বাজেট ঘোষণা

পীরগঞ্জ প্রতিনিধি:
কোন রকম কর আরোপ ছাড়াই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ইং অর্থ বছরে ৪৭ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে উন্মুক্ত সুধী সমাবেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
এইবার রাজস্ব খাতে ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার, উন্নয়ন খাতে ধরা হয়েছে ৪৩ কোটি ৯৬ লাখ।
এসময় ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর জামাতের আমীর রফিকুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী শাহাজাহানা, হিসাব রক্ষক রফিকুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অবকাঠামো উন্নয়ে রাস্তা সংস্কার, ব্রীজ,কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা ও হাটবাজার উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।